গামছা নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

গামছা নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম সিয়াম (৭)। সে পেড়িখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। তার বাবা লিটন ইজারদার সুন্দরবনের দুবলার চরে মাছ আহরণ শ্রমিকের কাজ করেন।
নিহত সিয়ামের মা আকলিকা বেগম জানান, সিয়াম দুপুরে ঘরে বসে টেলিভিশনে কার্টুন দেখছিল। রান্না শেষ হলে সিয়ামকে গোসল করাতে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। গোসলের জন্য গামছা নিয়ে খাটের ওপর খেলছিল সিয়াম। খেলার একপর্যায়ে তার গলার গামছা তাদের টিনের ঘরের কাঠের চটার সঙ্গে পেঁচিয়ে গেলে খুলতে বা সরাতে না পারায় গলায় ফাঁস পড়ে। পরে তিনি এসে পেছন থেকে সিয়ামকে ডাকতে থাকেন। সাড়া শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখেন চটার সঙ্গে সিয়ামের গলায় গামছা পেঁচিয়ে রয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
এ বিষয়ে মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল বলেন, নিহত শিশু সিয়ামের গলায় গামছা পেঁচানোর দাগ রয়েছে। তারপরও যেহেতু ঘটনাটি রামপাল থানা এলাকার সেহেতু ওই থানা পুলিশকে এ সম্পর্কে খোঁজ-খবর নিতে বলা হয়েছে। তাদের তথ্য পাওয়ার পরই লাশ হস্তান্তর ও ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।