জুস খাইয়ে শিশু মেয়েকে হত্যার অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/13/photo-1444754343.jpg)
যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামে রুকাইয়া আক্তার দিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুকে জুস পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও সৎ বাবার বিরুদ্ধে। স্বজন ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মা ও সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দিয়ার মায়ের নাম আছিয়া বেগম, আর সৎ বাবার নাম সোহান। মাস ছয়েক আগে তাঁদের বিয়ে হয়। আড়াই বছরের শিশু দিয়া তাদের সঙ্গেই থাকত। মঙ্গলবার হঠাৎ 'দিয়া মারা গেছে' বলে তাঁরা প্রচার শুরু করেন। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আককাস আলী জানান, সোহান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার সকালে দিয়াকে জুস কিনে দিয়ে সোহান মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। ওই জুস খেয়ে দিয়া অসুস্থ হয়ে পড়ে। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
শিশুটির নানা আলাউদ্দিন অভিযোগ করেন, বাচ্চাটিকে আছিয়া ও তাঁর স্বামী মিলে হত্যা করেছে। তবে আছিয়া ও সোহান এ অভিযোগ অস্বীকার করেছেন।
ওসি বলেন, শিশুটির লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাচ্চাটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জ্বরের কারণে বাচ্চাটি অচেতন হয়ে যায় বলে তাকে বহনকারীরা আমাকে জানিয়েছিল।'