দিনাজপুরে নদী থেকে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাথরঘাটা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. সাহেব আলী কছম (৮৬) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাহেব আলী কছমের বাড়ি বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার আসরের নামাজের পর সাহেব আলী বাড়ি থেকে বাজারের উদ্দেশে যান। এরপর আর বাড়ি ফিরেননি তিনি। রাতে পাথরঘাটা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় লোকজন তাঁর পরিচয় শনাক্ত করে।
ওসি জানান, নিহতের শরীরের ডান চোখ ও গলার বাঁ পাশে আঘাতের চিহ্ন পাওয়া দেখা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) মর্গে পাঠানো হয়েছে।