রাজশাহীতে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর চারঘাট উপজেলার মাদকের দুটি মামলার পলাতক আসামি আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর রাজপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি চারঘাট উপজেলার রাওথা এলাকার বাসিন্দা।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, আফজাল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১৬টি মামলা রয়েছে। এর বেশির ভাগ আদালতে বিচারাধীন।
এর মধ্যে ২০১৪ ও ২০১৫ সালে আফজালের বিরুদ্ধে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও রাজশাহীর বাঘা থানার দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চারঘাট পুলিশের হাতে এ দুটি গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছেছে। আফজাল পলাতক ছিলেন বলে জানান ওসি।