চাকরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপিদের মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/14/photo-1444830090.jpg)
নরসিংদীতে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশন। ছবি এনটিভি।
নরসিংদীতে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। তাঁরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নামে পরিচিত।
জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত কয়েকশ সিএইচসিপিরা দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়।
মানববন্ধনে প্রস্তাবিত ট্রাস্ট আইন ধারা ২২(ঘ) বাতিল ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়। পরে জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শিবলী।