রাজশাহীতে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ১১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে র্যাব-৫ রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া গ্রামের আবদুল্লাহ শুকলাল (২৬), সেন্টু (৫০) ও মহরাপুর গ্রামের হোসেন আলী (২০)।
র্যাব-৫-এর বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আটক তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাদক স্পটে হেরোইন বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তাঁদের ওপর র্যাবের সাদা পোশাকের একটি গোয়েন্দা দল নজরদারি শুরু করে। বুধবার রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১০ গ্রাম হোরোইনসহ তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ও এক হাজার একশ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।