প্রক্সি দিতে গিয়ে আটক ৪

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) সুপারভাইজার ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ১০-১১টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর বোয়ালিয়া থানাধীন সাধুর মোড়ের জালাল উদ্দিন, গাজীপুরের শ্রীপুরের মেজবাহউদ্দিন, রাজশাহীর নওদাপাড়ার মাহমুদুল আলম ও দিনাজপুরের মুস্তাক আলী।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আটক ব্যক্তিরা প্রক্সি (অন্যজনের হয়ে) পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। পরিদর্শকের কাছে এই জালিয়াতি ধরা পড়লে তাঁদের আটক করা হয়। এখন তাঁরা থানায় আছেন।
ওসি আরো বলেন, ‘রাকাব কর্তৃপক্ষ আটক চারজনের বিরুদ্ধে এখনো কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে আসেনি। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। না হলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।’