স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে স্কুলছাত্র নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ঝড়ের কবলে পড়ে ছমির উদ্দিন (১২) নামের স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া কুরারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ছমির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহর আলীর ছেলে। সে উপজেলার এ ব্লুম কিন্ডারগার্টেন স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, নিহত ছমির উদ্দিন মঙ্গলবার সকালে তার কয়েকজন সাথীসহ ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে ইসলামপুরে নিজ বাড়িতে ফিরছিল। পথে হঠাৎ ঝড় শুরু হলে রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙ্গে ছমিরের গায়ের ওপর পড়ে। স্থানীয়রা ছমিরকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম সায়েম জানান, গাছের ডাল ভেঙে পড়ে শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।