পৌনে এক ঘণ্টায় ভোট পড়েনি একটিও, ফাঁকা লাইন

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগেই বিনা ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। আজ রোববার উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান পদে ভোট হয়।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর প্রথম পৌনে এক ঘণ্টায় পৌরসভার আলিয়া মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে কোনো ভোট পড়েনি। ওই কেন্দ্রের অপর একটি বুথে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র চারটি। এ ছাড়া দিগন্ত স্কুলের একটি বুথে প্রথম আধা ঘণ্টায় ভোট পড়ে দুটি।
কেন্দ্রগুলোতে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা এক কথায় বসে অলস সময় কাটান। তারা বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।
সকাল ৮টা থেকে কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রেগুলো ফাঁকা রয়েছে, ভোটারের কোনো লাইন নেই। বিচ্ছিন্নভাবে দু-একজন নারী-পুরুষ এসে ভোট দিয়ে যান।
এদিকে ভোট শুরুর প্রথম দেড় ঘণ্টায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা টহলে রয়েছেন।