আশুগঞ্জে ফেনসিডিলসহ আটক ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/17/photo-1445097338.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক তিনজন। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে আজ শনিবার ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন আহসান হাবীব (৩২), তাঁর স্ত্রী সোনিয়া পারভীন (৩০) ও গাড়ির চালক সবুজ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৫টায় আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়। তাঁরা আখাউড়া থেকে গাজীপুরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।