ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবি

ঝড়ের কবলে পড়ে বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ২০-২৫ জন শ্রমিক-কর্মচারী নিয়ে এমএল আকতার নামের একটি লঞ্চ ডুবে গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের সময় চ্যানেলের বেসক্রিক এলাকায় অবস্থানরত পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি স্কোপোসের পাশে ছিল আকতার লঞ্চটি। ওই সময় জাহাজের সঙ্গে ধাক্কা লেগে আকতার লঞ্চের তলা ফেটে গিয়ে ঘটনাস্থলেই ডুবে যায়। এ সময় লঞ্চের চার-পাঁচজন শ্রমিক-কর্মচারী সাঁতরে চ্যানেলের কূলে সুন্দরবনে উঠে। বাকিরা বিদেশি জাহাজের আশপাশের নৌযানগুলোতে উঠতে সক্ষম হয় বলে জানিয়েছেন শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির। রাত পৌনে ১১টার দিকে তিনি জানান, ওই লঞ্চে থাকা ক্রেন অপারেটর মো. শাহ আলমকে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ রয়েছেন।
এদিকে একই সময়ে বন্দরের বেসক্রিক এলাকায় এমবি হারড্ডা নামের অপর একটি বার্জ (নৌযান) ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের রেডিও অপারেটর মো. সৈয়দ আহম্মদ। তিনি বলেন, বার্জের এক কর্মচারী নিখোঁজ রয়েছেন। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।