ঝিনাইদহে মা ও নানিকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সম্প্রতি মা ও নানিকে কুপিয়ে হত্যার অভিযোগে ইমরান হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে কুষ্টিয়ার বটতৈল এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ পুলিশ সুপারের (এডিসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মা মর্জিনা খাতুন (৪০) ও নানি সামছুন্নাহারকে (৮০) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ইমরান হোসেন (২৭)। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে নামে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাজারে সুজন নামের এক ব্যক্তির বিকাশের দোকানে ইমরানের সন্ধান পাওয়া যায়। পরে কুষ্টিয়া পুলিশের সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ সেখান থেকে ইমরানকে গ্রেপ্তার করে।
মিলু মিয়া বিশ্বাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ও নানিকে কোপানোর ঘটনা স্বীকার করেছেন ইমরান। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে সকালে মহেশপুর পৌর-এলাকার নওদাগ্রামে ইমরানের নিজ বাড়ি থেকে রক্তমাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে ঘরের ভেতর মা মর্জিনা ও নানি সামছুন্নাহারকে কুপিয়ে চালার টালি খুলে পালিয়ে যান ইমরান। পরে রাত ৪টার দিকে মুমূর্ষূ অবস্থায় মর্জিনা ও সামছুন্নাহারকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার সময় পথে তাঁদের মৃত্যু হয়।
এদিকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ সুপার মো. হাসানুজ্জামান দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
নিহত মর্জিনা খাতুন মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান ছিলেন।