ডোবায় শিশুর লাশ, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী এলাকায় ফারিয়া আক্তার (৭) নামের প্রথম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ এক কিশোরকে (১৬) আটক করেছে।
রোববার রাতে পাতিলাখালী ওই শিশুর বাড়ির সামনের ডোবা থেকে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু ফারিয়ার বাবা ওমর আলী শেখ জানান, তাঁর মেয়েকে রোববার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের ডোবা থেকে রাতে লাশ উদ্ধার করা হয়।
ওমর আলী শেখ জানান, তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শিশুটি মেয়েটিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ গুম করতে ডোবায় পুঁতে রাখা হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সন্ধ্যায় ফারিয়ার নিখোঁজের খবর পান তিনি। পরে এলাকাবাসীর সহায়তায় এই এলাকার একটি ডোবা থেকে ফারিয়ার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করা হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কি না তা তদন্ত ও ডাক্তারি পরীক্ষার পর বলা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।