দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুর সদর উপজেলায় পল্লীবিদ্যুতের খুঁটিতে উঠে ক্যাবল সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবু হোসেন (১৯) নামের এক যুবক মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার চার নম্বর শেখপুরা কিষাণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাবু উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক জানান, ক্যাবল সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বাবুকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।