তল্লাশির সময় ছুরিকাঘাত, এএসআই নিহত

রাজধানীতে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে নিহত হন দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লা।
এ ব্যাপারে জানতে চাইলে দারুস সালাম থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) নাসির এনটিভি অনলাইনকে জানান, পর্বত সিনেমা হলের সামনে পুলিশের তল্লাশিচৌকিতে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন সহকারী উপপরিদর্শক ইব্রাহীম। এ সময় দুই যুবকের ব্যাগ তল্লাশি করতে চান তিনি। একজনের ব্যাগে তল্লাশি চালানোর সময় অপর যুবক তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়।
গুরুতর আহত ইব্রাহীমকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ইব্রাহীমের মরদেহ হাসপাতালটিতে রাখা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছিলেন এসআই নাসির। ঘটনা সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে বলেও জানান তিনি।
পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার কাইয়ুমুজ্জামান জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে আটক করে দারুস সালাম থানায় নেওয়া হয়েছে। আটককৃতের নাম বা অন্য কোনো পরিচয় জানাননি তিনি। তবে আটক ব্যক্তি মাদকাসক্ত বলে উল্লেখ করেছেন উপকমিশনার কাইয়ুমুজ্জামান।