বালিশচাপা দিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বালিশচাপা দিয়ে স্ত্রী রওশন আরাকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে আমজাদ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে এলাকাবাসী আমজাদকে আটক করে পুলিশে দিয়েছে।
রওশন আরা ওই গ্রামের আবু বাক্কারের মেয়ে। অভিযুক্ত আমজাদের বাড়ি নরসিংদী জেলায়। ১০ বছর আগে রওশনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাদ শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকত।
নিহত গৃহবধূর মা সেলিনা বেগম বলেন, ‘তিন বছর আগে থেকে ঢাকায় গার্মেন্টের এক মেয়ের সঙ্গে আমজাদ আলী সম্পর্ক গড়ে তোলে। সে সব সময় মোবাইল ফোনে ওই মেয়ের সঙ্গে কথা বলে এবং মাঝেমধ্যে তার সঙ্গে দেখা করতে ঢাকায় যেত। বিষয়টি বুঝতে পেরে আমার মেয়ে প্রতিবাদ করে। তার পর থেকে প্রায় সব সময় কারণে-অকারণে আমার মেয়েকে নির্যাতন করত আমজাদ।’
নিহতের মামা সাখাওয়াত হোসেন বলেন, ‘শুক্রবার ভোররাতে বালিশচাপা দিয়ে রওশন আরাকে হত্যা করে আমজাদ। বিষয়টি বুঝতে পেরে তার নয় বছরের ছেলে রাশেদুল ইসলাম কান্নাকাটি শুরু করে। তার কান্নার শব্দে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা গিয়ে আমজাদকে আটক করে। এর পর তাকে মারধর করে থানায় খবর দেয়। ভোরেই দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমজাদকে আটক করে থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, আমজাদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সকালে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।