খালেদা জিয়া সন্ত্রাসের রানি : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘খালেদা জিয়া রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন না। উনি সন্ত্রাসী নেতৃত্ব দিচ্ছেন। উনি এ দেশের সন্ত্রাসের রানি।’
আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে অর্থমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় অর্থমন্ত্রী এ সব কথা বলেন। সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৪ সালের নির্বাচনের উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘১৫৩ জন সদস্য নির্বাচিত হয়ে গেলেন। তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যেহেতু খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করলেন না। ... এই নির্বুদ্ধিতা, তারও কোনো প্রায়শ্চিত্ত নেই। প্রায়শ্চিত্ত এখন তিনি করতে চাচ্ছেন, সে প্রায়শ্চিত্ত হচ্ছে মানুষ হত্যার প্রায়শ্চিত্ত।’
আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আন্দোলন ডাকেন। তাঁর ডাকে কেউ সাড়া দেয় না। তিনি ধর্মঘট ঘোষণা করেন, হরতাল ঘোষণা করেন। কোনো হরতাল কোথাও হয় না। সুতরাং তিনি একটা অত্যন্ত অসৎ উপায় বের করেছেন। সে অসৎ উপায় হচ্ছে মানুষকে হত্যা করা।’
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর মনীষ কান্তি দে মিন্টু।
এর আগে বিকেল ৩টায় তিনি সুনামগঞ্জ পৌরসভার অর্থায়নে নিমিত হোসেন বখত চত্বরের উদ্বোধন করেন।