ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় গৃহবধূ নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মাসুমা খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জব্বারপাড়া মোবারকপুর গ্রামে ফুলবাড়ী-পাবর্তীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুমা খাতুন ওই গ্রামের শাহজাহান আলীর স্ত্রী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ফুলবাড়ী-পাবর্তীপুর সড়ক পার হচ্ছিলেন মাসুমা খাতুন। এ সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মাসুমাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।