রাবিতে ডরমিটরির ছাদ থেকে ককটেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ককটেলটি উদ্ধার করে নগরীর মতিহার থানা পুলিশ।
আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৫ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের ওই ডরমিটরিতে থাকার কথা ছিল। তবে অতিথিদের এখানে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই ডরমিটরির আবাসিকদের ব্যাপারে জানতে চাইলে ডরমিটরির তত্ত্বাবধায়ক (ওয়ার্ডেন) অধ্যাপক ফজলুল করিম বলেন, ‘ডরমিটরিতে তিনজন নেপালি শিক্ষার্থী ও একজন ভারতীয় গবেষক থাকেন। ভারতীয় গবেষক বর্তমানে নিজ দেশে আছেন।’
ঘটনার ব্যাপারে অধ্যাপক ফজলুল করিম বলেন, ‘সকালে ডরমিটরির একজন নিরাপত্তা প্রহরী ককটেলটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে সেটি নিয়ে গেছে। এ ঘটনার পর ডরমিটরির নিরাপত্তা আরো বাড়ানো হবে। তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘কে বা কারা এ ধরনের কাজ করেছে, তা জানা যায়নি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তবে ভারত থেকে আগত অতিথিদের ওখানে রাখা হবে না। তাদের বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাখার ব্যবস্থা করা হয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুর কবীর বলেন, ‘ডরমিটরির নিরাপত্তা প্রহরীরা সকালে ককটেলটি পড়ে থাকতে দেখে আমাদের জানায়। আমরা ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছি। তবে কারা এটি রেখেছে, তা ধারণা করা যাচ্ছে না। কোনো দুষ্কৃতকারী মহল আতঙ্ক সৃষ্টির জন্য রাখতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’