পূর্বধলায় আটক বিএনপির ৫ নেতা কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/02/photo-1446479487.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারসহ আটক পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করার পর আজ সোমবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য নেতারা হলেন পূর্বধলা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ ব্যাপারী, উপজেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক মজিবুর রহমান, বিষকাকুনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন।
পূর্বধলা থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত আইনে আটক বিএনপি নেতাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাঁদের আজ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার রাতে পূর্বধলা বিএনপির কার্যালয়ে দলীয় সভা করার সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাঁচ নেতাকে আটক করে পুলিশ।