নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/03/photo-1446552726.jpg)
মদন উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী পরিতোষ সামন্তকে (৩৫) যাবজ্জীবন সাজা দিয়েছেন নেত্রকোনার একটি আদলত। একইসঙ্গে দণ্ডাদেশপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত পরিতোষ উপজেলার বৃবড়িকান্দি গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সুভাষ বণিক অজয় সাংবাদিকদের জানান, ২০০০ সালের দিকে পরিতোষ পাশের খালিয়াজুরী উপজেলার আদমপুর গ্রামের রত্না রাণীকে (২৮) বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।
২০০৬ সালের ২৮ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে পরিতোষের সঙ্গে রত্নার ঝগড়া হয়। একপর্যায়ে পরিতোষ হাতে থাকা কোদাল দিয়ে কুপিয়ে রত্নাকে মারাত্মক আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে রত্নার ছোট বোন সুপ্তা রানী (১৯) বাদী হয়ে পরিতোষ সামন্তকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০০৭ সালের ২২ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অশোক কুমার তালুকদার।