বাগেরহাটে ঘরে সিঁদ কেটে হামলা, আ.লীগকর্মী নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গভীর রাতে ঘরে সিঁদ কেটে দুর্বৃত্তদের চালানো হামলায় সালাম সরদার (৪০) নামের এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ নারীসহ অন্তত ১২ জন।
গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় পাশাপাশি থাকা ছয়টি বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
নিহত সালামের বোন এবং হামলায় গুরুতর আহত রিনা বেগম জানান, গতকাল গভীর রাতে ১০-১২ জন ব্যক্তি সিঁদ কেটে ঘরে ঢুকে তাঁর স্বামী লোকমানকে মারপিট শুরু করে। সে সময় তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোটভাই সালাম সরদার ছুটে গেলে দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে, কুপিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়।
পরে সালামসহ আহত অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ৯টার দিকে চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন। সালামের স্ত্রী ও তিন শিশু রয়েছে।
আহতরা হলেন- গড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শামীম সরদার(২৪), তাঁর স্ত্রী জান্নাতি বেগম (১৯), পিতা এসমাইল সরদার (৫০), রাকিব সরদার (১৪), মোজাম সরদার (৫০), লোকমান সরদার (৪০) ও মঞ্জু বেগম (৩০)। এদের মধ্যে রাকিব সরদার ও মোজাম সরদারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ হামলা প্রসঙ্গে গুরুতর আহত রাকিবের বাবা ছলেমান সরদার বলেন, ‘গতকাল গভীর রাতে একই সময়ে আমাদের স্বজনদের ছয়টি বাড়িতে হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।’
এদিকে হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি বলেন, ‘পূর্ব শত্রুতার কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে জড়িত সন্দেহে মন্টু মোল্লা ও জাফর শেখ নামের দুজনকে আটক করা হয়েছে।’
এ ঘটনায় বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।