ফরিদপুরে মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু

ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ী ও মাদারীপুর জেলা মহিলা দলের মধ্যে ফুটবল খেলার একটি দৃশ্য। ছবি : এনটিভি
ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে আজ মঙ্গলবার বিকেলে সাতটি জেলার অংশগ্রহণে শুরু হলো কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ, ক্রীড়া সংগঠক- খন্দকার ইসতিয়াক হোসেন মারুফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসান তুহিন।
মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন টুর্নামেন্টের চেয়ারম্যান মাসুদুর রহমান চুন্নু, ক্রীড়া সংগঠক জহিরুল ইসলাম বাসু, প্রণব মুখার্জি ও অমরেশ সাহা মনি।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রাজবাড়ী জেলা মহিলা দল ও মাদারীপুর জেলা মহিলা দল।
পর্যায়ক্রমে ফরিদপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ও শরীয়তপুর জেলা দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।