ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক স্বামী আবদুল কুদ্দুস। ছবি : এনটিভি
ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আটক স্বামীর নাম আবদুল কুদ্দুস। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, স্ত্রী ফিরোজাকে কুপিয়ে হত্যার পর নিজেই প্রতিবেশীদের খবর দিয়ে পালিয়ে যান স্বামী আবদুল কুদ্দুস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী কুদ্দুসকে উপজেলার কুশাডাঙ্গা এলাকা থেকে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।