সিলেটে এডিস মশার লার্ভা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে পরিত্যক্ত টায়ার ফেলে রেখে এডিস মশা সৃষ্টিতে ভূমিকা রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও মালামাল জব্দ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
আজ বৃহস্পতিবার সিসিকের উদ্যোগে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়া গেলে এ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিষ্ঠান তিনটি হচ্ছে ঢাকা মোটরস, কাকলি মোটরস ও ভাইভাই মোটরস।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, ‘এর আগে সিলেটের সর্বপ্রথম এডিস মশার লার্ভা পাওয়া যায় কদমতলীতে। এর পরিপ্রেক্ষিতে আমরা এখানকার ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনতামূলক সভাও করেছি। কিন্তু আজ সিসিকের অভিযানে ফের এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
লিপন আরো জানান, ঢাকা মোটরসকে ৫০ হাজার, কাকলি মোটরসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভাই ভাই মোটরস নামের একটি প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়।
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্য, সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।