এশিয়ার ৪৫ দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির হার সবচেয়ে বেশি : পররাষ্ট্রমন্ত্রী

এশিয়া মহাদেশের ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশে বার্ষিক জিডিপির হার এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এই হার ৮ দশমিক ১৩ ভাগ। এজন্য আমাদের সবার গর্ববোধ করা উচিত বলে মনে করেন তিনি।
আজ শনিবার সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘দেশের মানুষের বার্ষিক মাথাপিছু হার চার গুণ বেড়েছে। দারিদ্র্য একটা অভিশাপ। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারণে গত ১০ বছরে দারিদ্র্য সীমা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এখন প্রায় ২১ দশমিক ৩ ভাগ। আর অতি দারিদ্র্যের সংখ্যা ২৫ থেকে নেমে সাড়ে ১০ এসেছে। বাংলাদেশ পৃথিবীর সব দেশের থেকে একটা অনন্য দেশ। আমরা যখন উন্নয়ন করছি তখন আমাদের ধনী দরিদ্রের ফারাক তত বাড়ে না।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, ধনী-দরিদ্রের ফারাক প্রতিবেশী রাষ্ট্র ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের থেকে বাংলাদেশের এখনো অনেক ভালো। ধনী-দরিদ্র ফারাক নির্ণয় করে এ তথ্য পাওয়া গেছে।
পরে দুরারোধ্য ব্যধিতে আক্রান্ত ২৬৮ জন রোগীর মধ্যে ১ কোটি ৩৪ লাখ টাকা অনুদান দেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম।