নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে মোর্শেদা বেগম (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বোতলগাড়ী ইউনিয়নের সোনাখুলি গ্রামে এ ঘটনা ঘটে।
মোর্শেদা বেগম গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
বোতলগাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান জানান, মোর্শেদা বাড়ির পাশে আমন ধান মাড়াইয়ের মেশিনে ধানের আঁটি দিচ্ছিল। একপর্যায়ে মেশিনের উপরে থাকা বিদ্যুতের তারে তিনি জড়িয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথেই মোর্শেদা মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।