নীলফামারীতে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা শহর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারদের মধ্যে আছেন সদর উপজেলা জামায়াত নেতা আবদুল হান্নান, আবদুল হাই, নুরুল হুদা, কুন্দুপুকর শখের বাজার এলাকার জামায়াতকর্মী হামিদুল ইসলাম ও রফিকুল ইসলাম, রামনগর এলাকার আবদুস সাত্তার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা এনটিভি অনলাইনকে নয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। এ অভিযান চলবে।