১১ দফা দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447166534.jpg)
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সমাজ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে আজ মঙ্গলবার মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, দুর্নীতি পরিহার, যোগ্য কমিটি গঠন, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাজু মিয়া, অভিভাবক ইজাজুল হক লিটন প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সমাজ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।