নীলফামারীতে গাছের ডাল মাথায় পড়ে বৃদ্ধা নিহত

নীলফামারীতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ফয়জুন নেছা নামের ৬০ বছরের এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে জেলার কিশোরগঞ্জ উপজেলার কাছারীপাড়া গ্রামে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাছারীপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী দেলজান বেওয়া একটি কাঁঠালগাছ বিক্রি করেন রাফিউর রহমান নামের এক ব্যক্তির কাছে। ওই ব্যক্তির নিয়োগ করা শ্রমিকরা আজ গাছে উঠে ডালগুলো কাটছিল। এ সময় দেলজান বেওয়ার মা ফয়জুন নেছা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ডাল তাঁর মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুর্ঘটনাজনিত একটি মামলা হয়েছে।