বাগেরহাটে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি
বাগেরহাটের ফকিরহাটে কুণ্ডুপাড়া এলাকায় উত্তম কুমার বসু (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উত্তম কুমারের বাড়ি ফকিরহাটের কুণ্ডুপাড়া এলাকায়।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, আজ রাত ৯টার দিকে ফকিরহাটের আট্টাকী এলাকায় খৈল-ভূষি ও কীটনাশক ব্যবসায়ী উত্তম কুমার বসুকে মোটরসাইকেলসহ অচেতন হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তারা থানায় খবর দেয়।
পুলিশ খবর পেয়ে উত্তম কুমারকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময়ে পুলিশ উত্তম কুমারের শরীরের সুরতহাল প্রস্তুত করতে গিয়ে গুলির চিহ্ন পেয়েছে।
কী কারণে কারা ওই ব্যবসায়ীকে হত্যা করেছে—এর রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করছে বলে পুলিশ সুপার জানান।