সুন্দরবন থেকে দুই বনদস্যু আটক, তিন জেলে উদ্ধার

সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় উদ্ধার করা হয়েছে মুক্তিপণের দাবিতে অপহৃত হওয়া তিন জেলেকে। আটক দস্যুদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক দস্যুরা হলেন রফিক বাহিনীর সদস্য হোসেন শেখ (২৮) ও রুবেল শেখ (২১)। তাঁদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মোংলার সোনাইলতলা গ্রামের শাহজাহান (৬০), চিলা গ্রামের আশরাফ (৫৫) ও রামপালের অজিত মজুমদার (৫৮)।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লে. ইমতিয়াজ আলম জানান, জেলে অপহরণের খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার বিকেলে মোংলার সুন্দরবনের পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় অভিযান চালায়। পরে অভিযানকারীরা হাড়বাড়িয়ার ডাকাতিয়া খাল থেকে অপহৃত তিন জেলেকে উদ্ধার ও দুই দস্যুকে আটক করতে সক্ষম হন।
জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে গত চারদিন আগে আটক রফিক বাহিনীর এ সদস্যরা ওই তিন জেলেকে জিম্মি করেছিলেন।