ঝিনাইদহে ৭ জুয়াড়ি আটক, ক্লাবে হাউজি বন্ধ

ঝিনাইদহে আজ শুক্রবার ভোরে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
ঝিনাইদহে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাঁদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেড়বাড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ সাত জুয়াড়িকে আটক করা হয়। আজ বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে তাদের পাঠানো হয়েছে।
আটক হওয়া জুয়াড়িরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার ছয়াইল গ্রামের শুকুর আলী মোল্লা, একই গ্রামের আইয়ুব মোল্লা, ইজাজুল, লৌহাজংগা গ্রামের আব্দুল ওহাব মোল্লা, হাটগোপালপুর গ্রামের টুকু, রেজাউল ও তিওরদহ গ্রামের টিটো মিয়া।
এদিকে, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট সংলগ্ন ঝিনাইদহ ক্লাবে (টেনিস ক্লাব) অবৈধভাবে পরিচালিত হাউজি খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ক্লাবটির ছাদে তৈরি করা অস্থায়ী সেড।