ঝিনাইদহে রাস্তার পাশে অজ্ঞাত লাশ

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার বাইপাস রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।