বাংলাদেশে ঢুকে মাছ শিকার, এবার ২৩ ভারতীয় জেলে গ্রেপ্তার

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ২৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর টহলরত একটি দল এই জেলেদের আটক করে। এ সময় জব্দ করা হয় এফ.বি. স্বর্ণদ্বীপ ও এফ.বি. আমৃথে নামের দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার।
পরে আজ শুক্রবার বিকেলে আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশে কাছে সোপর্দ করা হয়। মোংলার দিগরাজ নৌঘাঁটির কর্মকর্তা এসএম ভূইয়া আটক জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় থানায় একটি মামলা করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকেলেই তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। বাগেরহাট আদালতের বিচারক আসাদুল ইসলাম তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের উত্তর-চব্বিশ পরগনা জেলার কাঁকদ্বীপ উপজেলার বিভিন্ন গ্রামে।
এর আগে গত মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থেকে ১৫ জেলেকে আটক করে নৌবাহিনী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, ভারতীয় জেলেরা অবৈধভাবে এদেশের জলসীয়ায় ঢুকে মাছ ধরার সময় বৃহস্পতিবার রাতে নৌবাহিনী দুটি ট্রলারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করে শুক্রবার বিকেলে থানা পুলিশে হস্তান্তর করে। বিকেলেই ভারতীয় ওই জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।