মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়কের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে নাছির উদ্দিন (৪৫) নামের এক তত্ত্বাবধায়কের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নাছির উদ্দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার ছাদেক আলীর ছেলে। যুক্তরাষ্ট্রপ্রবাসী এমদাদ হোসেনের নির্মাণাধীন বাড়িতে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস খান জানান, আজ সকালে নির্মাণাধীন বাড়ির একটি ঘরের সিলিং ফ্যানের আড়ার সঙ্গে নাছিরকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, এটি আত্মহত্যা না হত্যার ঘটনা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তা জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।