চুয়াডাঙ্গায় শ্বাসরোধে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় গৃহবধূ রুনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সুজন মিয়াকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন। এ সময় আসামি সুজন মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া জীবননগর উপজেলার পাথিলা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী রুনা খাতুন পাকা গ্রামের বদর উদ্দিন মণ্ডলের মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর জীবননগরের আঁশতলাপাড়ার ভাড়া বাড়িতে সুজন মিয়া তাঁর স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। নিহত রুনার বাবা বাদী হয়ে ওইদিনই জীবননগর থানায় মামলা করেন। এরপর পুলিশ সুজনকে গ্রেপ্তার করে। ২৬ অক্টোবর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিয়া নৌশিন বর্ণির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সুজন।
জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম তদন্ত শেষে গত ২১ জানুয়ারি সুজন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ১৪ জনের সাক্ষীগ্রহণ শেষে আজ বিচারক এ দণ্ডাদেশ দেন।