রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বুধপাড়া গণির ঢালান এলাকায় ট্রেনে কাটা পড়ে সাকিব আল হাসান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সাকিব মতিহার থানার ডাঁশমারী এলাকার ইয়াসিন আলীর ছেলে। সে ডাঁশমারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে কুখণ্ডি এলাকার বোনের বাড়ি থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল সাকিব। এ সময় গণির ঢালান এলাকায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেন ধাক্কা দেয় সাকিবকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ সাকিবের লাশ উদ্ধার করে। অভিযোগ না থাকায় ময়নাতদ্ন্ত ছাড়াই লাশ নিহতের স্বজনদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।