বিরামপুরে ৫ সোনার বারসহ একজন আটক

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার থেকে পাঁচটি সোনার বারসহ আটক সুলতান মাহমুদ। ছবি : এনটিভি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার থেকে পাঁচটি সোনার বারসহ সুলতান মাহমুদ (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আজ মঙ্গলবার সকালে দিনাজপুরগামী একটি পরিবহন থেকে তাঁকে আটক করা হয়।
বিরামপুরে বিজিবির বিশেষ ক্যাম্পের হাবিলদার মাসুদ হাসান জানান, ক্যাম্পের একটি টহলদল আজ সকালে শহরের কলেজ বাজার এলাকায় নিয়মিত টহলে যায়।এ সময় সুলতান ঢাকা থেকে দিনাজপুরগামী একটি পরিবহন থেকে সেখানে নামলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।পরে তাঁর শরীর তল্লাশি করে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।
আটক সুলতানের বাড়ি হাকিমপুর উপজেলার জাংগই গ্রামে। বিজিবি জানায়, সোনার বারগুলো ভারতে পাচারের জন্য আনা হচ্ছিল। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।