নারী সহকর্মীর গুলিতে এএসআই আহত

নীলফামারীতে এক পুলিশ সদস্যের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন অপর একজন পুলিশ সদস্য। আজ বুধবার সকালে জেলা জজ আদালতের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নীলফামারী পুলিশ লাইনের রিজার্ভ অফিসার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নীলফামারী জজ আদালতে স্থানীয় পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুর রহমানের নেতৃত্বে নারী পুলিশসহ চারজন প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে দায়িত্বে থাকা নারী পুলিশ কনস্টেবল তানজিনা আক্তারের হাতে থাকা শটগান থেকে অসতর্কতায় গুলি বের হয়ে যায়। এ সময় আমিনুর রহমানের ডান পায়ের হাঁটুতে সাতটি গুলি লাগে।
ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মীরা আহত আমিনুরকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আবদুল আউয়াল জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্যের ডান পায়ের হাঁটু থেকে তাৎক্ষণিকভাবে ছয়টি গুলি বের করা হয়েছে। তবে ভেতরে থাকা আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। তা ছাড়া পুলিশ সদস্যের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপপরিদর্শক আনোয়ার হোসেন আরো জানান, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে। তবে ওই নারী কনস্টেবলসহ আদালত ফটকে দায়িত্বরত তিন পুলিশ সদস্যকেই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, অসর্তকাবস্থায় ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ছাড়া আহত আমিনুর রহমানকে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।