ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি, ছুরিকাঘাতে গৃহকর্তা নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/20/photo-1447996784.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতদের ছুরিকাঘাতে ছোটন সাহা (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
আজ শুক্রবার ভোররাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোররাতে মাঝিকাড়া গ্রামে ব্যবসায়ী ছোটন সাহার বাড়িতে একদল লোক ডাকাতি করতে যায়। এ সময় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিতে যায় ডাকাত দলের সদস্যরা। এতে বাধা দিতে গেলে তারা গৃহকর্তা ছোটন সাহা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় গুরুতর আহত হন ছোটন ও তাঁর স্ত্রী। পরে ডাকাত দলের সদস্যরা লুট করা মালামাল নিয়ে পলিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী আহত এ দম্পতিকে উদ্ধার করে বাঞ্ছারামপুর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ছোটন সাহার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা আজ সকালে বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ বাঞ্ছারামপুর হাসপাতালে আছে। পরে ময়নাতদন্তের জন্য সদরে আনা হবে।’