'সরকারবিরোধী' বক্তব্য দেওয়ায় ইমাম গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ইলিয়াছ হোসেন নিয়াজীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ৩টার দিকে ওই মসজিদের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমার জানান, সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদান ও গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ইলিয়াছ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইলিয়াস হোসেনের বাড়ি কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।
অপরদিকে জেলার ডিমলা থানার পুলিশ আজ ভোরে রংপুরের কারমাইকেল কলেজের ছাত্র ও ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের ছাত্রশিবির নেতা শরিফ দেওয়ানকে (২৫) গ্রেপ্তার করেছে।
ডিমলা থানার ওসি রুহুল আমিন খান জানান, নাশকতার চেষ্টার অভিযোগে শরীফ দেওয়ানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।