সৈয়দপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সৈয়দপুর-রংপুর সড়কে উপজেলার হাজির বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৌ (২২) নীলফামারী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্রী। তিনি শহরের ওয়াপদা মোড়ের আবদুর রহিমের মেয়ে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিরুল ইসলাম জানান, মৌ তাঁর এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় মৌকে নীলফামারী সদর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত মোটরসাইকেলচালককে হাসপাতালে ভর্তি করা হয়ছে বলে জানান ওসি।