কসবায় অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/24/photo-1448384107.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় আজ মঙ্গলবার মানববন্ধন করেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মালিক-শ্রমিকরা।
আজ মঙ্গলবার বিকেলে কসবা পৌর শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নেতা মো. বাচ্চু আহাম্মেদ, খন্দকার মানিক, কালাম মিয়া, সোলেমান, আবুল বাশার, বাবুল মিয়া, সেলিম মিয়া, সুমন চৌধুরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ১৮ বছর ধরে শ্রমিকদের জমানো টাকার হিসাব দেওয়া হচ্ছে না। তারা পকেট কমিটি বাতিল করে শ্রমিকদের হিসাব প্রদানসহ নতুন কমিটি গঠনের দাবি জানান। অবিলম্বে দাবি পূরণ না হলে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।