বাসের ধাক্কায় আ. লীগ নেতা নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানেশ্বরের বেলপুকুরের পুল্লাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম জেলার নওহাটা পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নোকিয়া মোবাইল ফোন কোম্পানির জেলা বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বেলপুকুরের পুল্লাপুকুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজশাহী থেকে পাবনাগামী রোমিও পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতা ঘটনাস্থলে নিহত হন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে পাঁচজন বাস যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বাসচালক ও সহকারী পলাতক রয়েছেন।