চাঁদা চেয়ে রাবির দুই শিক্ষককে হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষকের কাছে মোবাইল ফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সর্বহারা পার্টির পরিচয়ে একই নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয় বলে জানান ওই দুই শিক্ষক।
দুই শিক্ষক হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম ও ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি।
অধ্যাপক আবুল কাশেম এনটিভি অনলাইনকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমার অফিসে বসে কাজ করছিলাম। পৌনে ৮টার দিকে একটি নম্বর (০১৬২৫২৯৩২০১) থেকে আমার ফোনে কল আসে। এ সময় আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বাইরে না বাসায় আছি। উত্তরে বলি, বাইরে। তখন ওপাশ থেকে বলা হয়, বাসায় যান, আমরা আসছি। এ সময় তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সর্বহারা পার্টির রণজিৎ বলে ফোন কেটে দেয়।’
অধ্যাপক আবুল কাশেম আরো বলেন, ‘রাতেই বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরকে জানিয়েছি। শনিবার মতিহার থানায় নিরাপত্তা চেয়ে একটি জিডি করব।’
ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি এনটিভি অনলাইনকে বলেন, ‘রাত ৮টার দিকে আমি বাসায় ছিলাম। তখন আমার ফোনে একটি নম্বর (উল্লিখিত নম্বর) থেকে কল আসে। আমাকে বলা হয়, আপনি বাসায় না বাইরে? তখন আমি বলি, বাসায়। তিনি বলেন, থাকেন আমরা আসছি। এ সময় আমি বলি, আমি তো অসুস্থ, তাই আপনাদের সঙ্গে কথা বলতে পারব না। তিনি বলেন, তাহলে আমাদের টাকা দেন। আমাদের ছেলেরা ভেলোরে (ভারত) চিকিৎসাধীন রয়েছে। এর জন্য বিপুল পরিমাণ টাকা দরকার। তখন আমি বলি, আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার কাছে তেমন টাকা নেই। আমি টাকা দিতে পারব না। এতে তিনি রেগে গিয়ে বলেন, ঠিক আছে, পরে নিজের বা আপনার সন্তানদের কিছু হলে আমরা দায়ী হবো না। এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সর্বহারা পার্টির কমরেড মতিন বলে পরিচয় দেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমাকে এখনো বিষয়টি সম্পর্কে কিছু জানানো হয়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’