চট্টগ্রামে অগ্নিকাণ্ডে যুবক নিহত

চট্টগ্রামের আগ্রাবাদ-মগপুকুরপাড় এলাকায় অগিকাণ্ডে এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একটি ঘরে আগুন লাগে। পরে আশপাশে তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, যুবকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর।