নবীনগরে সড়ক খুলে দেওয়ার দাবিতে মিছিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/01/photo-1448980008.jpg)
সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়ইল বাজারে মিছিল বের করা হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির ওপর অবৈধভাবে দোকান নির্মাণ করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে জেলার নবীনগর উপজেলার বাড়ইল বাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন বাড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক বাবুল।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বড়াইল বাজারে ইজারা নেওয়া জমির বাইরেও অবৈধভাবে জমি দখল করে দোকান নির্মাণ করেন। এতে ওই এলাকার সাতটি ইউনিয়নের কয়েক হাজার লোকের পথ চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এ সময় বক্তারা জনগণের ব্যবহারের জন্য সড়কটি খুলে দেওয়ার দাবি জানান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে।