সিমেন্টের বস্তায় চাপাপড়ে দুই শ্রমিক নিহত

ভৈরব উপজেলায় সিমেন্টের বস্তায় চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো পাঁচ শ্রমিক।
আজ বুধবার বিকেলে উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকার একটি গুদামে এ দুর্ঘটনা ঘটে। ‘প্রগতি পরিবহন’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামটির মালিক দুলাল চন্দ্র সাহা। তিনি সুপারক্রিট সিমেন্টের স্থানীয় ডিলার।
নিহতরা হলেন মুসলিম মিয়া (৫০) ও মিজান (৩৫)। আহত অপর পাঁচ শ্রমিকের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা ভারি বস্তুর চাপজনিত কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বুলবুল আহম্মেদ।
আহত শ্রমিকরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরবের মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে সিমেন্টের বস্তা গুদামে আনলোড করছিলেন তাঁরা। সে সময় সিমেন্টের একটি সারি ভেঙে আচমকা শ্রমিকদের ওপর পড়ে যায়। এতে সাত শ্রমিক বস্তার নিচে চাপা পড়েন।
তাঁদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে মুসলিম মিয়া ও মিজানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতদের তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গুদামটির মালিক দুলাল চন্দ্র সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।