নওগাঁয় ধানবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলা

নওগাঁর বাইপাস সড়কের বরুণকান্দি এলাকায় গতকাল রাতে পেট্রলবোমা নিক্ষেপ করার পর ধানবোঝাই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। ছবি : এনটিভি
নওগাঁর বাইপাস সড়কের বরুণকান্দি এলাকায় গতকাল বুধবার রাতে একটি ধানবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ হামলার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার ব্যবসায়ী গোপাল মারোয়ারি নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-৩৫০২) করে তাঁদের চালকলের উদ্দেশে ধান নিয়ে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে শহরের বাইপাস সড়কের বরুণকান্দি এলাকায় ট্রাকটি পৌঁছালে একদল দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। তবে আগুন ট্রাকের ভেতরে না যাওয়ায় বেঁচে যান চালক ও তাঁর সহকারী।
ওসি বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।